ডেস্ক রিপোর্ট: ২ জানুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী পল্টন কাবাডি মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক বিভাগে মৌলভীবাজার কাবাডি দল চট্টগ্রাম কাবাডি দলকে হারিয়ে ও বালিকা বিভাগে ঝিনাইদহ বালিকা কাবাডি দল নড়াইল বালিকা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন,বিপিএম পিপিএম, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও আইজিপি কাপ কাবাডি এর সম্মানিত চেয়ারম্যান ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম বার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহঃ সাধারণ সম্পাদক ও আইজিপি কাপ কাবাডি এর সদস্য সচিব জনাব নেওয়াজ সোহাগ সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে দুই লক্ষ টাকার পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়।