
ফারহান সিদ্দিক সীতাকুণ্ড: অবৈধ পাহাড় কাটার দায়ে তিনটি মাটি কাটার স্কেভেটর(ভ্যাকু) জব্দ করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। চট্রগামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড সংলগ্ন পাহাড় কাটার সময় তিনটি মাটি কাটার স্কেভেটর(ভ্যাকু) জব্দ করেছে সীতাকুণ্ড এসিলেন্ড( নির্বাহী ম্যাজিষ্ট্রেট) আশরাফুল আলম। গত কাল মঙ্গলবার (১৭ মে) দুপরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।
এই সময় দুষ্কৃতকারীরা খবর পেয়ে পালিয়ে যায়। যানা যায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তরালে মাটি কেটে পাহাড় ধংস করছে একটি দুষ্কৃতকারীরা চক্র। সীতাকুণ্ড এসিল্যন্ড( নির্বাহী ম্যাজিষ্ট্রেট) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন যেহেতু ঘটনাস্থলে কাউকে পাওয়া যাইনি তাই প্রেপ্তার ও জরিমানা করা সম্ভব হয়নি।
পড়েছেনঃ ১১৪