ধর্মপাশায় নৌকা ডুববির ঘটনায় এক কৃষক নিখোঁজ হয়েছে

এম এ মান্নান বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরের গাগলাখালী আকম্বিক নৌকা ঘটনা ঘটেছে। জানা যায়, ফসলরক্ষা বাঁধের ভাঙা অংশ পার হতে গিয়ে নৌকা ডুবে মো. সোহেল মিয়া (৩২) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। খবর লিখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি,
নিখোঁজ কৃষক সোহেল মিয়া  উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে  জানা গেছে, নিখোঁজ সোহেল মিয়ার বাড়ির সামনে বরইয়া নদীতে বর্ষাকালে চলাচলের জন্য ডিঙি নৌকাটি রাখা  ছিল। নদীতে পানি বৃদ্ধি পেয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় ওই ভাঙা অংশ দিয়ে ডিঙি নৌকাটি তার বাড়ির পেছনে নিয়ে যাচ্ছিলেন। ডিঙি নৌকাটি নদী থেকে ওই ভাঙা অংশ দিয়ে হাওরে প্রবেশ করার সময় প্রবল স্রুতের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি।  নৌকা ডুবে নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাড়ির লোকজন জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে আরো কয়েকটি নৌকা নিয়ে তাকে খোঁজতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা  চালালেও ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজ সোহেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্য ( ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন,  ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।  পাশাপাশি  আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছি