মৎস্য আহরনে নিষেধাজ্ঞায় জেলেদের নিয়ে জনসচেতনতা সভা ও চাল বিতরণ

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মন্ত্রনালয়ের এমন প্রজ্ঞাপন জারির আদেশ বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা সলিমপুর ইউনিয়নে সাধারন জেলেদের নিয়ে আজ ১৯ মে একটি জনসচেতনতা সভার আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিপ্তর।

সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন, এইসময় তিনি সাধারন জেলেদের আগামি ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরন থেকে বিরত থাকার আহবান করেন। এছাড়াও সরকার সাধারন জেলেদের প্রতি খুবি আন্তরিক, সুখে দুঃখে সবসময় তাদের পাশে রয়েছে। মৎস্যজীবিদের জীবনযাত্রার মানউন্নয়নে সরকার কাজ করেযাচ্ছে বলে যানান তিনি। অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামাল উদ্দিন চৌধুরি আগামি ৬৫ দিন সমুদ্রে মৎস্য শিকার থেকে বিরত থাকার প্রয়োজনিয়তা ও তার সুফল সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠান শেষে সলিমপুর ইউনিয়নের সাধারন জেলেদের আগামি ৬৫ দিন মাছ আহরন থেকে বিরত থাকার জন্য মোট ৪৩১ জন জেলেকে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। এই সময় আরো উপস্থিতি ছিলেন মো:একরাম উল্লা অফিসার ইনচার্জ (নৌ-পুলিশ) কুমিরা, আসাদ্দুজামান কোষ্ট গার্ড ভাটিয়ারী, ইউপি সদস্য মো: জাবেদ, জেলে ফেডারেশনের সভাপতি লিটন দাশ, জেলে সর্দ্দার হরিলাল বাবু সহ প্রমুখ।