
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (১৭ মে) এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফরিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফরিদ শেখের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার বরবরি ইউনিয়নে। তিনি সীতাকুণ্ড পৌরসভার সোবাহানবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মে) বিকালে শিশুটি বাসার কাছে একটি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। এ সময় ফরিদ শেখ কৌশলে তাকে ডেকে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাসায় ফিরে ব্যথা করছে বলে কান্না করতে থাকে। তখন তার মা কারণ জানতে চাইলে শিশুটি মাকে ঘটনা খুলে বলে। শিশুটির মা স্থানীয়দের ঘটনাটি জানালে এলাকাবাসী থানায় মামলা দায়েরের পরামর্শ দেয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার মা (শিশুর নানী) না থাকায় এতদিন মামলা দায়ের করতে পারিনি। আজ মা আসার পর মার সাথে এসে মামলা দায়ের করেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।













