পেকুয়া ; পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ৪র্থ বারের মতো পেকুয়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। ২০২২ সালে উদযাপিত শিক্ষা সপ্তাহে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অন্যান্য বারের মত এবারেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হেসেবে তিনি নির্বাচিত হয়েছে। একই প্রতিষ্টান থেকে উপলো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন এল এম আছহাব উদ্দিন হৃদয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা উলফাত জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা জীবনে আবুল হাসেম উপজেলা পর্যায়ে ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, ২০১৬ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, ২০০৪ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বালিকা) শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে স্বীকৃতি ও অন্যান্য কৃতিত্ব স্বরূপ ২০১৯ সালে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম কর্তৃক মাদার তেঁরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, মানবাধিকার জোট ও স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার সম্মাননা, ২০২২সালে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি পেকুয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, শহীদ জিয়া বি.এম.আই কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি’র দায়িত্ব পালন করছেন। শিক্ষক আবুল হাসেম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার মরহুম খুইল্ল্যা মিয়া ও মাতা আছমা খাতুনের ছেলে। তিনি ১৯৯৫ সালের ২৩ অক্টোবর পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।
একই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২২ খ্রি.নির্বাচিত হলেন সহকারি শিক্ষক (আইসিাট) এল এম আছহাব উদ্দিন হৃদয়। তিনি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ এবং ২০২২ খ্রি. ২ বার শ্রেষ্ঠ শ্রেণী হিসাবে মনোনিত হয়েছিলেন । ২০১৪ সাে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক( আইসিটি) হিসাবে যোগদান করেন । এল এম আছহাব উদ্দিন হৃদয় অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেকুয়া অনলাইন স্কুল ও পেকুয়া উপজেলা অনলাইন পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি ২০১৮ খ্রি. সরকারি ভাবে আইসিটি প্রশিক্ষণের জন্য ফিলিপাইন সফর করেন ।