
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড:- ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” স্লোগানকে ধারণ করে চট্রগ্রামের সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্ধোধন। উপজেলা ভূমি অফিস চত্বরে আজ ১৯ মে এই সেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়। আজ থেকে ২৩ মে ২০২২ পর্যন্ত সপ্তাহব্যাপি এই বিশেষ সেবা চালু থাকবে। সকাল ১১ টায় সারা দেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শাহাদাত হোসেন । উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহে সাধারন মানুষের সেবা গ্রহনে আগ্রহদেখা যায় চোখে পড়ার মতো। মূলত অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে চলতি মাসে পাঁচ দিনের ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপন করার ঘোষনা দেয় ভূমি মন্ত্রণালয়।
ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই ডাকে সাড়া দিয়ে সারাদেশরন্যায় সীতাকুণ্ডেও উদ্ধোধন হলো জাতীয় ভূমি সপ্তাহ -২০২২। ভূমিসেবাকে ডিজিটাইজেশনের আওতায় এনে এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।গ্রাহক হয়রানি দূরকরে সেবাকে মানুষের দৌড়গড়ায় পৌছে দেওয়ার জন্য ক্যাম্প করে সেবা বুথ চালুকরা হয় । ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন।
এই সময় সীতাকুণ্ড এসিল্যন্ড জনাব আশরাফুল আলম বলেন জাতীয় ভূমি সাপ্তাহ- ২০২২ মন্ত্রনালয়ের নির্দেশে আমরা এই সেবা সপ্তাহের উদ্ধোধন করি। এতে নানা শ্রেণী-পেশার মানুষের কথা শুনছি। মানুষের সম্যাসা গুলো সমাধানের চেষ্টা করছি।অধিকাংশ মানুষ সেবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শাহ আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরি, ক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসেন, ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন প্রমুখ। এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ানসহ ডিসিআর প্রদান করা হয়।এ ভূমি সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ সহ গ্রাহকের নানা সম্যাসার সমাধান করতে দেখা যায়।