চট্রগ্রামের সীতাকুণ্ড নিষেধাজ্ঞার  দ্বিতীয় দিনে  প্রায় ১ লক্ষ মিটার জাল জব্দ

ফারহান সিদ্দিক,  সীতাকুণ্ডে : সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, ও টেকসই  মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরনে নিষেধাজ্ঞা থাকলেও  নিষেধাজ্ঞার দ্বিতীয় ২১ মে  মৎস্য অধিদপ্তর,  কোষ্ট গার্ড, কুমিরা নৌ-পুলিশের অভিযানে  ১০ টি চরঘেরা জাল যার দৈর্ঘ প্রায় ১ লক্ষ মিটার লম্বা ও ৪ টি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত জালসমূহ উপস্থি জনতার সামনে  পুড়িয়ে ফেলা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরি,  বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার জনাব মোঃ আসাদুজ্জামান এবং ইনুমেরেটরস রাসেল,রুবেল, নূর উদ্দীন সহ প্রমুখ।