
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আক্তার হোসেন সুমন, দোয়ারাবাজার উপজেলায় সাম্প্রতিক পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত উপজলার সদর ইউনিয়নের তেগাংগা, মাইজখলা গ্রামে পানিবন্দি মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা শুকনা ও অন্যান্য খাবার নৌকাযোগে ঘরে ঘরে বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। রোববার সকালে দোয়ারা সদর ইউনিয়নের তেগাংঙ্গা ও মাইজখলা গ্রামের পানিবন্দি পরিবারের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার ভৃমি ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তাজির উদ্দিন, ইউপি সদস্য মো. ভুট্টো মিয়া, ভুমি অফিসের সার্ভেয়ার রিপন চাকমা, আওয়ামীলীগ নেতা রহমত আলী প্রমুখ। এরপর জেলা প্রশাসক বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্ত মানুষের খোঁজখবর নেন।