খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জাজনকঃ বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীতে আলহাজ্ব এম এ আজিজ

প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা রীতিমতো হত্যার হুমকি। একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সিনিয়র নাগরিক সম্পর্কে শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তা গোটা জাতির জন্য লজ্জাজনক। দেশবাসী তার কথায় বিস্মিত। প্রধানমন্ত্রীর মন্তব্য যাবতীয় শিষ্টাচারকে অতিক্রম করেছে। তার বক্তব্য সরাসরি নারীবিদ্বেষী ও বর্ণবাদী। গণতান্ত্রিক সভ্য দেশে কোনো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এমন বক্তব্য বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো। তিনি সরাসরি দেশের একজন সম্মানিত ও সাবেক নারী প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন।

তিনি বৃহস্পতিবার (২৬ মে) বিকালে নগরীর কাজীর দেউরী বেটারী গল্লিতে সাংগঠনিক পুনর্ঘটন টিমের অধীনে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীতে এসব কথা বলেন। তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম আহবায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মহানগর বিএনপি নেতা শাহ আলম, শফিক আহম্মেদ, রফিকুল ইসলাম সর্দার, ওয়ার্ড় বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, বিএনপি নেতা জামাল আহম্মেদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।