
প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা মূলে বিক্রয় করে থাকে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে বিষয়টির উপর ব্যাপক অনুসন্ধান চালায়। অনুসন্ধানের একপর্যায় র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন এলাকায় অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ জানুয়ারি ২০২২ তারিখ ২৩০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোবারক হোসেন (৩৭), পিতা- মৃত জয়নাল আবেদীন, থানা-লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমানে পশ্চিম মাদারবাড়ী পানির ট্যাংকি, থানা-সদরঘাট, চট্টগ্রাম মহানগরীকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ঘটনা স্থান হতে তার হেফাজতে থাকা ১২,৯২৫ কেজি চোরাইকৃত শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃ আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্নিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।