প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রিবাহি বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৫ জানুয়ারি ২০২২ ইং তারিখ ১৪৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বড়দারোগারহাট এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রিবাহি বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি র্যাবের চেকপোস্ট সামনে থামায়। র্যাবের চেকপোষ্টের সামনে বাসটি থামালে গাড়ীতে থাকা যাত্রিদের দেহ তল্লাশী করার সময় দুইজন মহিলা পালিয়ে যাওয়ার চেষ্ঠার করলে র্যাব সদস্যরা আসামী ১। ভারতী ধর (৩৫), স্বামী-মনোরঞ্জন ধর, সাং-সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২। পটরানী ধর (৪০), স্বামী- নিমাই ধর, সাং-রামু চা বাগান, থানা-রামু, জেলা-কক্সবাজারদেরকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের শরীরের বিভিন্ন গোপন অঙ্গে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় হতে নিজ হাতে বাহির করে দেওয়া মতে সর্বমোট ৩৭,০১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ১১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।