বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ, বাংলাদেশের ভালো কিছু হোক এটা তারা চায় না : আখাউড়ায় আইন মন্ত্রী

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি:   বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা উনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। সেজন্য হিংসায় তারা এসব অপপ্রচার করছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে ‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। তিনি এসব অপপ্রচারে কান না দিতে বাংলাদেশের মানুষকে অনুরোধ করেন।
সম্প্রতি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসিল্যান্ডকে বদলী করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কীনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ প্রকল্পের অনিয়মে যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যে কোন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দূর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি আজমপুর এবং চানপুর এলাকায় নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, মোগড়া ইউপির চেয়ারম্যান এম. এ. মতিন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সম্প্রতি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামে আকস্মিক কাল বৈশাখী ঝরে  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক, এসয় সেখানে উপস্থি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হুমায়ূন কবির সহ আরো অনেকে।
এর আগে সকাল সোয়া দশটায় ঢাকা থেকে রেলপথে মহানগর প্রভাতী ট্রেনে আইনমন্ত্রী আনিসুহক আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে এসে পৌঁছেন।