সীতাকুণ্ডে ছাত্রদলকে প্রতিহত’ করার ঘোষণা ছাত্রলীগের

ফারহান সিদ্দিক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রদলকে ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে সীতাকুণ্ড পৌর বাজারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতারা। সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেয়। এইসময় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীকে কুটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, যেখানে পাওয়া যাবে সেখানেই ছাত্রদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আর কোন কটূক্তি করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে কটূক্তি করে যে বক্তব্য দিয়ে ধৃষ্টতা দেখিয়েছে। রাজনীতিতে এমন ধৃষ্টতা শুভকর নয়। ছাত্রদলকে যেখানে পাবো সেখূনেই প্রতিহত করবো।