
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দোহালিয়া ইউনিয়ন, ফাইনাল খেলায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও দোহালীয়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ গোলে দোহালীয়া ইউনিয়ন বিজয়ী হয়। দোহালিয়া ইউনিয়ন ফুটবল টিমকে সংবর্ধনা যানান দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম,ও ইউপি সদস্য। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠান করে চেয়ারম্যান’র হাতে ট্রফি তুলে দেন কোচ রুবেল হাসান,ও বিজয়ী খেলোয়ার”র হাতে ক্রেস্ট তুলে দেন ইউপি চেয়ারম্যান ও সদস্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম,ইউপি সদস্য মোঃ সিরাজ উদ্দিন,শফিকুর রহমান,ছবদিউল আলম,জিয়াউল হক,মিরা রানি,মোহন মালা,রংফুল বেগম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দোহালিয়া ইউপি ফুটবল কোচ রুবেল হাসান,কৃষি কর্মকর্তা মোঃ তানভীর আহমদ,সালাউদ্দিন সুমন,কামিল আহমদ,বখতিয়ার,উত্তম।