
চট্টগ্রাম ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল মাঠে ফুটবল উন্মাদনা নিয়ে অনুষ্ঠিত হলো এলিগ্যান্ট ক্লাব ফুটবল লিগ ২৩/২৪ ফাইনাল ম্যাচ এতে চ্যাম্পিয়ন হন RNS ফ্যামিলি এবং রানার্স আপ হন খোরশেদ আলম স্মৃতি সংসদ খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্বর্ণালী চ্যাম্পিয়ন কাপ তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স পরিচালক ও এলেগেন্ট ক্লাব এর সভাপতি মোঃ আদনানুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুর।
৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন ইবনে আহমদ।
৩০ নং পূর্ব মাদার বাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পিয়ারু ও পাদুকর সমিতির সভাপতি মঞ্জুর খান।
ফাইনাল খেলায় খোরশেদ আলম স্মৃতি সংসদকে টাইব্রেকার ৫/৬ গোলের ব্যবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন RNS ফ্যামিলি। ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হয় আর এন এস ফ্যামিলির গোলকিপার মোঃ শাহিন।
এই সময় আরো অতিথি উপস্থিত ছিলেন শাহীন পুলিশ কমিটি সদস্য সদরঘাট থানা।আব্দুল মালেক, ওয়ারিশ আলী খান, মাসুদুর রহমান, শাহেদ ইমন ছাত্র সংসদ সদস্য চট্টগ্রাম সিটি কলেজ। ও এলিগ্যান্ট ক্লাবের পুরোর টুর্নামেন্ট কমিটি পরিচালনা করেন, জুয়েল, সাজ্জাদ মহিউদ্দিন, বেলাল, দিদার, রাফি ও মিনহাজ
বক্তারা তাদের বক্তব্যে মাদক থেকে বিরত থেকে খেলাধুলার মাধ্যমে সুস্থ দ্বারার বিনোদন কে উৎসাহিত করেন এবং এলিগেন্ট ক্লাবে নান্দনিক ফুটবল খেলার আয়োজন কে স্বাগত জানায়।