
হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছি। রোগীদের সাথে কথা বলেছি, কোন অভিযোগ পাইনি। তবে যে কোন সময় রোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৬ জুলাই) সকালে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন এ কথা বলেন।
তিনি বলেন, সুযোগ পেলেই দেশের বিভিন্ন উপজেলায় হাসপাতালগুলো পরিদর্শনে যাবেন। উপজেলা হাসপাতালে চিকিৎসার মান যথাযথ হলে মানুষ আর ঢাকায় ভিড় করবেনা। চিকিৎসা নিশ্চিতে যেমন চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে তেমনি চিকিৎসকদের জন্য পর্যাপ্ত অফিস কক্ষ ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাটহাজারী হাসপাতালে এক রুমে ছয়জন চিকিৎসকের গাদাগাদি করে বসতে দেখে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এখানে যা মনে হয়েছে পর্যাপ্ত রোগী চিকিৎসা পাচ্ছেন কিন্তু চিকিৎসকদের পর্যাপ্ত রুম নেই। এভাবে হলে ডাক্তাররা চিকিৎসা কিভাবে করবে। তাদের এবং রোগীদের সুবিধার জন্য ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নয়নে চেস্টা করা হবে। একইসাথে গত মাসে ১০১ টা নরমাল ডেলিভারী প্রদান করায় চিকিৎসকদের উপর সন্তোষ প্রকাশ
করেন তিনি। এসময় তিনি আরও বলেন, এ ধারা যেন সারাদেশে ছড়িয়ে পড়ে সে চেস্টাই করা
উচিত।
প্রেস ব্রিফিংয়ের আগে জরুরী বিভাগ,
এন সিডি কর্নার, কমিউনিটি ভিশন সেন্টার,
বিভিন্ন কনসালট্যান্টের রোগীদের সেবা
প্রদানের দপ্তর পরিদর্শন, ডেলিভারীর লেভার
কক্ষ পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া আসার পথে উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নে প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের “জোবরা কমিউনিটি ক্লিনিক” পরিদর্শন করেন এবং সিএইচসিপি হাছিনা আকতার তার ডায়াবেটিস পরীক্ষা করেন এতে স্বাস্থ্য মন্ত্রী জোবরা কমিউনিটি ক্লিনিকের প্রসংশা করেন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সহকারী পরিচালক (সমন্বয়) ডাঃ শেখ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ ইফতেখার আহম্মদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ আবুল কালাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দ.), নিয়াজ মোর্শেদ, মন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ, কনসালটেন্টবৃন্দ সহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার সকালে দু’দিনের সফরে চট্টগ্রাম আসেন। বিকালে মেডিকেল সেন্টার পরিদর্শনের পর রাতে একটি সেমিনারে যোগ দেন। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।