
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লা আবর্জনার স্তূপ। ময়লার ভাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে করে বেশি দুর্ভোগে পড়েছে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীসহ পথচারীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় ময়লা-আবর্জনার ভাগাড়। দিন যত যাচ্ছে রাস্তায় ময়লা আবর্জনার ভাগার ততই বাড়ছে। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে চলাচলের রাস্তায় আশপাশের দোকানদার ও স্থানীয়রা প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলে ময়লার স্তূপে পরিনত করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই এগুলো পঁচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যদিও প্রতিদিন পৌরসভার লোকজন ময়লা-আবর্জনা এসে নিয়ে গেলেও সারাদিন ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পোহাতে হয় শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের। ময়লার দুর্গন্ধ সহ্য করে শিক্ষার্থী ও পথচারী ময়লা-আবর্জনার পাশ ঘেঁষে নাকে হাত বা কাপড় চেপে চলাফেরা করতে হয়। অথচ এ রাস্তা ঘেঁষেই প্রাথমিক বিদ্যালয়। আর কয়েকশ গজের মধ্যে দুইটি স্কুল অ্যান্ড কলেজ, একটি মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ এবং বসতবাড়ি রয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
প্রাথমিক বিদ্যালয়ের কুমলমতি শিক্ষার্থীরা জানান, স্কুলের পাশে ময়লা থাকায় আমরা ঠিক মত পাঠদান করতে পারি না। ময়লার দুর্গন্ধে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে। এতে আমাদেরকে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই বিদ্যালয়ে পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয়ে আসা একজন অভিভাবক জানান, ডাস্টবিন না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে রাস্তায় যত্রতত্র সবাই ময়লা ফেলে আবর্জনার ডাস্টবিনে পরিণত করে ফেলেছে। এতে কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে। তাই নির্দিষ্ট স্থানে ডাস্টবিন তৈরি করে ময়লা ফেলার ব্যবস্থা করলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী বলেন, ময়লার আবর্জনার দুর্গন্ধের ফলে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে ও রাস্তায় চলাচল করতে ব্যাপক সমস্যা হচ্ছে। ময়লার দুর্গন্ধের কারণে ভবনের নিচ তলার ক্লাসরুমগুলো ব্যবহার করেত পারছি না। ময়লার কারণে মশার উপদ্রব বাড়ছে। অনেক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাই আমাদের জোর দাবি বিদ্যালয়ের পাশে দ্রুত ময়লা ফেলা বন্ধ করতে হবে।
হাটহাজারী পৌর প্রশাসক মন্জুরুল আলম চৌধুরী এ বিষয়ে বলেন, হাটহাজারী পৌরসভাকে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। স্কুলের রাস্তায় ময়লা আবর্জনা না ফেলে এ জন্য পৌরসভার পক্ষ থেকে দ্রুত একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।