হাটহাজারীতে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু, ভস্মীভূত বসতঘর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় মোহাম্মদ ফোরকান (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, ভস্মীভূত হয়েছে এক  পরিবারের ৮টি কক্ষ। আজ শনিবার (৪জুন) ভোর ৫টার দিকে হাটহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার আজিজুল্লাহ মুন্সির  বাড়ির মৃত আব্দুল সবুরের বসতঘরে এই ঘটনা সংগঠিত হয়। নিহত  ফোরকান উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ  আলীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইজড রোগে ভুগছিলেন বলে  জানাগেছে।

জানাযায়, ক্ষতিগ্রস্ত পরিবারের একটি পারিবারিক  অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়, সেই অনুষ্ঠান অংশ নিতে শ্বশুর বাড়িতে  বেড়াতে আসেন ফোরকান, ফোরকান ক্ষতিগ্রস্ত পরিবারের ছোট মেয়ের  জামাই। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি মশার কোয়েল থেকে সূত্রপাত ও  ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লক্ষ টাকা। ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হতে পারে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্চে। ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত  টানা ২ঘন্টা ফায়ারসার্ভিসের একটি অগ্নিনির্বাপক দল চেষ্টা  চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি ও ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে।