হাটহাজারী ধলই ইউনিয়ন যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ  হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী আন্দোলনের নামে  ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে চট্টগ্রামের
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার কাটিরহাট বাজারে ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মামুন উদ্দীনের   সভাপতিত্বে ও সাজিদুল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়। তার পূর্বমুহূর্তে কাটিরহাট সিটি সেন্টার থেকে কাটিরহাট বাজার হয়ে বিভিন্ন সড়কে যুবলীগ কর্তৃক একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাটিরহাটের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।  উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, ফরিদ উদ্দীন,  গিয়াস উদ্দীন শরীফ, সৈয়দ আজাদ, হাবিবুর রহমান, সাগর,  উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক হেলাল মাসুদ মজুমদার,  সাংগঠনিক সম্পাদক ইরফান চৌধুরী নয়ন, সদস্য ইরফান  চৌধুরী মুন্না, নিজাম আলমগীর, শাহাদাত তালুকদার, আলী  নাঈম, সাফায়েত চৌধুরী সহ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন  এর নেতাকর্মীরা।