প্রেস বিজ্ঞপ্তি : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ০৫ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে আহতদের
চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন। এ সময় চেম্বার সভাপতির সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চেম্বার
পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক ও তানভীর মোস্তফা চৌধুরী, বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর মজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রæ মারমা, প্রফেসর ডাঃ আব্দুল মান্নান, প্রফেসর ডাঃ শাহীনা আক্তার।
চেম্বার নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের খোঁজ খবর নেয়াসহ আর্থিক সহায়তা প্রদান করেন। চেম্বার সভাপতি
সংকটময় মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলসহ অন্যান্য বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকবৃন্দ জরুরী ভিত্তিতে সেবা প্রদানের লক্ষ্যে যে আন্তরিকতা নিয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসেছেন এজন্য কৃতজ্ঞতা
প্রকাশ করেন। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রক্তদাতা এবং সাধারণ মানুষ যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাহবুবুল আলম দুর্ঘটনায় নিহতদের পরিবার
এবং আহতদের চিটাগাং চেম্বারের পক্ষ থেকে আর্থিক সহাযোগিতা Mপ্রদানের ঘোষণা করেন। তিনি ব্যবসায়ী ও কর্পোরেট হাউজসহ সকলকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।