বাঁশখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী প্রচারনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী রশিদ আহমদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন উপজেলার ৭ নম্বর সরল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  মোঃ লিয়াকত আলী তালুকদার। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিয়াকত আলী বলেন, গত ৩ জুন বিকালে নির্বাচনী প্রচারনাকালে ইউনিয়নের  মিনজিরিতলা ছকিমিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে তাঁর প্রচারনার উপর হামলা চালানো হয়। স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে তাঁর আপন চাচা নৌকার প্রার্থী রশিদ আহমদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।  এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীসহ বেশ কয়েকজন আহত হয়।  এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ প্রকৃত হামলাকারীদের বাদ দিয়ে এলাকার নিরীহ লোকদের নামে মামলা গ্রহন করে।  এ ঘটনার পর এলাকায় এখনো আতংক বিরাজ করছে।  নৌকার প্রার্থীর লোকজন ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাদের পোষ্টার ব্যানার ছিড়ে ফেলেছে।  এলাকায় কোন প্রচারনা চালাতে দিচ্ছেনা।
 তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের কাজ হলেও তাদের ভুমিকা পক্ষপাত মূলক।  বাঁশখালী থানার পুলিশ নৌকার প্রার্থীর পক্ষ হয়ে কাজ করছে।  প্রশাসনের এমন পক্ষপাত মূলক আচরনের কারনে তার কর্মী সমর্থকরা রীতিমত আতংকিত। ভয়ে কেউ এলাকায় থাকতে পারছেনা।  এমন পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকিত তিনি।   তিনি বলেন, নৌকার প্রার্থী নিকের পছন্দের লোকজনকে পোলিং প্রিসাইডিং নিয়োগ দিয়ে প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতির পরিকল্পনা করছে। এছাড়া তার কর্মীসমর্থকদের পুলিশ দিয়ে নানা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করছে যাতে কেন্দ্রে এজেন্ট দিতে না পারে।
তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এ ইউনিয়নে অতিরিক্ত পুলিশ বিজিবি মোতায়েনসহ প্রশাসনের নিরপেক্ষ ভুমিকার দাবী জানান।  এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর ছেলে হেলাল উদ্দিন,  মেয়ে নুসরাত জাহান লায়লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ৭ নম্বর সরল ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।