বিএম ডিপোতে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে সংঘটিত অগ্নিকান্ডে নিহতদের স্মরণ ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জাােম মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজল আহমদ। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিতদোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কমান্ডারের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা সালামত উল্লাহ, কোতোয়ালী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সদরঘাটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অঞ্জন কুমার সেন, আকবর শাহ’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, হালিশহরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, ফারুক আহমেদ, প্রণাল চৌধুরী, আনোয়ার হোসেন, সৈয়দ আবদুল গণি, শম্ভু দাশ, বাবুল দত্ত, গোলাম নবী, আবদুস শুক্কুর, সফিক আহমদ মুন্সী, আমির আহমদ, সৈয়দ আহমদ, শহীদুল ইসলাম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজিব, সদস্য রিপন চৌধুরী প্রমূখ।