মহানবীকে কটূক্তির প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড :- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তি মূলক ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে চট্রগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে উপজলার বিভিন্ন জায়গায় মসজিদের মুসল্লিরা জমায়েত হতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যানা জায় সীতাকুণ্ডে পৌরসভা কলেজ রোড থেকে শুরু হয়ে উত্তর বাইপাস হতে দক্ষিন বাইপাস পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় নবী করিম (সা:) কে কটূক্তির প্রতিবাদে মুসল্লিরা বিভন্ন স্লোগান দিতে থাকে এতে অংশ নেয় সীতাকুণ্ডে নবীন থেকে প্রবীণ সর্বস্থরের তৌহিদি জনতা। এছাড়াও সীতাকুণ্ডের বারবকু,কুমিরা, শুকলাল-হাট, মাদামবিবির হাট,ভাটিয়ারী সহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হতে দেখা যায়।