
বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ নো-ম্যান্স ল্যান্ড জটিলতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবির। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখার জন্য ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এরপর তিনি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে লাকসামে যান। রেলপথ সচিব হুমায়ূন কবির বলেন, কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পুনরায় শুরুর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। যথা সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে। উল্লেখ্য, নো-ম্যান্স ল্যান্ড জটিলতায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। এর ফলে দীঘদিন ধরে কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।