বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১২ জুন রবিবার বাদ আসর নসিমন ভবন চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি মোঃ আসলাম , হারুন আল রশীদ, মামুনুর রহমান , মাঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, জসিম উদ্দিন রকি , সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান আলমগীর, জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মানবাধিকার সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য সাজ্জাদ হোসেন খান। পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, কোতোয়ালী থানার আহ্বায়ক এন.মোঃ রিমন, বন্দর থানার আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, বায়েজিদ থানার আহ্বায়ক আলতাফ হোসেন, বাকলিয়া থানার আহ্বায়ক মোঃ দুলাল , চকবাজার থানার আহ্বায়ক রিদোয়ানুল হক, চান্দগাঁও থানার সদস্য সচিব শহীদুজ্জামান শহীদ, পাঁচলাইশ থানার সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, কোতোয়ালী থানার সদস্য সচিব আবদুল্লাহ আল সোনামানিক, বন্দর থানার সদস্য সচিব আরমান শুভ, চকবাজার থানার সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ , যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মোঃ পারভেজ, ইসহাক জয়,আবু সালেহ আবিদ, আল জাবের সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ।