
চট্টগ্রামঃ মিরসরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ১৪ জুন মঙ্গলবার দুপুরে মিরসরাইয়ের বারইয়ারহাট-করেরহাট সড়কের করেরহাট বন বিভাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক মোঃ ইউসুফ (৩৫) ও অটোরিকশার যাত্রী মোঃ রুবেল (২৮)। আহতরা হলেন মোঃ নাজমুল ও রুবেল। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, একটি অটোরিকশাটি করেরহাটের গেড়ামারা কবরস্থান টার্নিং থেকে করেররহাট বাজারের দিকে আসার সময় বিপরীত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো- ট ১১-০১৬৬) ওভারটেক করার সময় অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়। অটোরিকশার অন্য ২ আরোহীও গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনা পর সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।