কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের সভাপতি রাসেল সম্পাদক সাহাবউদ্দীন

ফারহান সিদ্দিক ,সীতাকুণ্ড: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের চট্টগ্রাম বিভাগের সকল উপজেলার সমন্বয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল চন্দ্র দাশ কে সভাপতি ও বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের ইনুমেরেটর মোঃ সাহাবউদ্দিন রাকিব কে সাধারণ সম্পাদক করে আগামি ১ বছরের জন্য মেরিন ফিসারিজ এক্সটেনশন এজেন্ট ইনুমেরেটর’স এসোসিয়েশন এর কমিটি ঘোষনা করা হয়।

আজ (১৪ জুন) এক ভারর্চুয়ালি কমিটিংএ সিলেকশনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সহ-সভাপতি (১) মামুনুর রশিদ, (২) আলমগির (৩) জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ সহ-সাধারন সম্পাদক, দোয়েল দাশ যুগ্ন সাধারন সম্পাদক, মোহাম্মদ সাইফুল্লা সহ যুগ্নসম্পাদক, মাজাহারুল অর্থ সম্পাদক, আহম্মদ উল্লা রিয়াদ সহ অর্থ সম্পাদক, জাফর ইকবাল সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদুর রহমান সহ -সাংগঠনিক সম্পাদক, রাজিব চক্রবতী দপ্তর-সম্পাদক, মোহাম্মদ লোকমান হাকিম সহ-দপ্তরসম্পাদক, মো: নজিবুল হক প্রচার সম্পাদক, মো: ইব্রাহিম সহ-প্রচার সম্পাদক, সবরিনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্যগণ হলো সাদেকুল ইসলাম , ওবাইদুল কাদের, তন্ময় চক্রবতী, জাহেদ উদ্দীন। উক্ত কমিটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলে অনুষ্ঠানে নিবার্চিত সভাপতি রাসেল চন্দ্র দাশ বলেন বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিগত বছর গুলোতেও নিরলস কাজ করে গিয়েছি এবং ভবিষ্যতেও আইন বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের নিয়োজিত রাখবো।

তিনি আরো বলেন উক্ত কমিটির সমন্বয়ে চট্টগ্রাম বিভাগের সকল উপজেলা ও জেলার সকল ইনুমেরেটর’স কে আরো সচেতন ও দৃঢ় ভাবে কাজ করার আহ্বান করছি।