আমেরিকান প্রবাসী হাজি মোস্তফা সাহেবের বাড়িতে প্রবাসীদের এক মিলন মেলা

নিউইয়র্ক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ব্রুকলিনে সন্দ্বীপের কৃতি সন্তান হাজী মোহাম্মদ মোস্তফা সাহেবের নিজ বাসা ভুইয়া ম্যানসনে, সন্দীপ হরিশপুর সমিতির নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তার নিজ গ্রাম হরিশপুরের সন্দীপ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত হয়। এ সময় সবাই একসাথে বসে গল্পট আড্ডা মিলিত হন। পরে সবাই মিলে এক সংক্ষিপ্ত আলোচনায় সন্দীপ হরিশপুর সমিতি সংগঠনের উন্নয়নমূলক কাজ নিয়ে কথ বলেন। এসময় প্রবাসীরা বলেন হরিশপুর সমিতির এ সংগঠন থেকে আমরা সন্দ্বীপের অনেক উন্নয়ন মূলক কাজ করছি।করোনা মহামারীর সময় আমরা হরিশপুর সমিতি থেকে সন্দ্বীপ প্রবাসীদের আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং সন্দ্বীপ অসহায় মানুষ গরীব মেয়েদের বিয়েতে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকি। পরে প্রবাসী হাজি মোস্তফা সাহেব তার ব্যক্তিগত সাক্ষাৎকারে সাংবাদিকের সাথে প্রবাসে আসার গল্প এবং তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রবাসে এসে প্রতিষ্ঠিত হওয়ার এবং ব্যবসা করে সফলতা কথা তুলে ধরেন। হাজি মোস্তফা সাহেব ১৯৮০ সালে যুক্তরাষ্ট্র আসেন।কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন যুক্তরাষ্ট্রের।