নিলিয়ান বম, রুমা প্রতিনিধিঃ বান্দরবানে রুমা উপজেলায় কম্পেশন ইন্টারন্যাশনাল অর্থায়নে ও বেসরকারি সংস্থা আগাপে’র বাস্তবায়নে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় গাভী, ছাগল ও পুষ্টিযুক্ত শিশু খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সভা আয়োজন করেছে। সোমবার (২০জুন) সকাল ১১ টায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ও শিশুর পরিবার সমূহের মধ্যে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় “গবাদি পশু বিতরণী” সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। এসময তিনি বলেন, সরকার দেশে নানা উদ্যোগ নিয়ে উন্নয়নের কাজ করছে। পাহাড়ে যেখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিকল্পের সৌরবিদ্যুত পৌঁছে দিচ্ছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেলে দেশে যোগাযোগ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। তিনি উপকাভোগীদের উদ্দেশ্যে বলেন একজন সব কিছু দিবে না। যা পান, তাকে পুজি করে বুদ্ধি খাটিয়ে নিজের ভাগ্য নিজেকে গড়ে সামনে এগিয়ে যেতে হবে।
প্রকল্পের লোকাল কমিউনিটি কমিটি সভাপতি লুক মিলন ত্রিপুরা সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আতিকুল ইসলাম, রেমাক্রীপ্রাংসা ইউপির সাবেক চেয়ারম্যান ইউজিন ত্রিপুরা, আগাপে সংস্থার হিসাব রক্ষণ কর্মকর্তা লেলিন ত্রিপুরা ও রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং সহ স্থানীয় সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। এসময় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে ১০ জন অভিভাবককে গরু ও ১৫জনকে ছাগল বিতরন করা হয়। এছাড়াও শিশুদের পুষ্টি খাবার সামগ্রী বিতরণ করা হয়।
পড়েছেনঃ ১০৯