ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায়  বন্যায় ক্ষতিগ্রস্ত  পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া  উপহার  খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত  উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে  উপজেলার ১০  ইউনিয়নে বিভিন্ন গ্রাম ও  আশ্রয় কেন্দ্রে বন্যায়  ক্ষতিগ্রস্থ ঐসব পরিবারের মাঝে  এসব খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.  আরিফ উল্লাহ খান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার,বংশিকুন্ডা উওর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার প্রমুখ।