মধ্যনগরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন মদিনা আক্তার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন বৈঠাখালী নতুন পাড়া বাসী সমাজ সেবী মদিনা আক্তার  নিজ উদ্যোগে বন্যায় কবলিত বানবাসীদের মাঝে বিভিন্ন গ্রামে ও আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার নিয়মিত বিতরণ করেছেন। এসময় সাথে মোহনগঞ্জ পৌর কাউন্সিল হেলেনা আক্তার, মানবাধিকার কর্মী আশরাফ উদ্দিন হিল্লোল প্রমুখ।   এরমধ্যে ১ কেজি ময়দা , ৫০০ গ্রাম সুজী,  ২৫০ গ্রাম প্রেস দুধ,৫০০ গ্রাম চিনি সহ ক্ষতিগ্রস্ত ৫০০ জনের হাতে তুলে দেন।