নিষেধাজ্ঞা অমান্য করায়  চিংড়ি পোনা জব্দ 

ফারহান সিদ্দিক : মৎস্য সম্পদ সংরক্ষণ আইন এবং সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই  মৎস্য আহরনে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরন নিষিদ্ধ ঘোষনা করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়।
এই নিষেধাজ্ঞা অমান্য করায় আজ (২৮ শে জুন) উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে  কুমিরা আকিলপুর থেকে আনুমানিক ১ লক্ষ গলদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির পোনা সন্ধীপ চ্যানেলে অবমুক্ত করা হয় এবং   মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর আওতায় কুমিরার পশু খাদ্য ভান্ডারের মালিক  কামরুল হোসাইনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জাহানাবাদ গাবতলী ঘাটে আনুমানিক ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ নিলামে ৫০০০ টাকায় বিক্রি করা হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেনের মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দীন চৌধুরী,তথ্য সংগ্রহকারী রাসেল দাস,মোঃ সাদেক,মোঃ জাফর,নূর উদ্দীন, এবং মাজহারুল ইসলাম সহ প্রমুখ।