মানবতার সেবায় ছুটে চলছে চট্টগ্রামের অগ্রগামী রক্ত কণিকা

রাউজান প্রতিনিধিঃ মানবতার সেবায় শহরে, গ্রামে, ছুটে চলছে সফল মায়ের কৃতি সন্তান চট্টগ্রামের একঝাঁক তরুণ দল।
তারা আকাশি রঙের সংগঠনের মনোগ্রাম খচিত টি সার্ট পড়ে হাতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, কারো হাতে শীতবস্ত্র, কারো হাতে শাড়ী লুঙ্গী, আবার কেউ মোবাইল গ্রুপ মেসেঞ্জার চেটিং কোন মা,বাবা, কিংবা ভাই বোনের রক্তের প্রয়োজনীয়তার সাংবাদ প্রাপ্তির অপেক্ষামান মানব সেবায় নিয়োজিত এমন সুস্থ মানসিকতা নিয়ে দিক থেকে দিগন্তে নিরলস ভুমিকায় ছুটে চলা তরুণদের অরাজনৈতিক সংগঠনের নাম হল “অগ্রগামী রক্ত কণিকা,, দেশপ্রেম নিয়ে রাতদিন শহর নগর ঘুরে এলাকার সমাজ সেবকের মাধ্যমে, খোঁজে হতদরিদ্রদের সঠিক তথ্য ও ঠিকানা। এমন তরুনদলের প্রতিভা দেখে হতভাগ শহর নগর গ্রামের হাজারো মানুষ। “অগ্রগামী রক্ত কণিকা,, র মানব সেবার ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ২০২২ শনিবার সকালে চট্টগ্রাম রাউজানের হলদিয়া ইউনিয়নস্থ হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “অগ্রগামী রক্ত কণিকা” কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সুমন ভাইসহ চট্টগ্রাম টিমের সকল নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জানে আলম শরীফ, সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার রাউজান প্রতিনিধি এবং সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব মাওলানা দিদারুল আলম। ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার যথাক্রমে বাবু সবুজ বড়ুয়া এবং মোহাম্মদ আলী। ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদ পরিষদের চিফ অফ ভিলেজ গার্ড মোঃ মমতাজ উদ্দিন।
উল্লেখ্য “অগ্রগামী রক্ত কণিকা” বিগত ২০১৪ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের আর্থসামাজিক ও মানবতার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে, এর মধ্যে রক্তদান করার ব্যাপারে ইতোমধ্যে এ সংগঠন থেকে অসংখ্য মানুষকে সচেতন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ইফতার বিতরণ কর্মসূচী, ফল উৎসব, গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।