সরাইলে গ্রামীণ উন্নয়ন পর্যটন “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো.তাসলিম উদ্দিন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াঃ পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গ্রামীণ অর্থ সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য ” গ্রামীণ উন্নয়ন পর্যটন ” শীর্ষক কর্মশালা আজ বুধবার (২৯জুন) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, সরাইল থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) সিহাব রহমান, সাংবাদিক মো. আইয়ুব খান,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউছার প্রমুখ। উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মী,বিভিন্ন দপ্তরে কর্মকর্তাও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সরাইলেরঐতিহাসিক আরিফাইল মসজিদ সাগরদীঘি, কালিকচ্ছ আকাশী বিল, সরাইলের বধ্যভূমি, চুন্টা সেনবাড়ি, বুড্ডা খেয়াঘাট, বাগবাড়ি উল্লেখযোগ্য সকল স্থানকে ঘিরে পর্যটনকেন্দ্র ঘড়ে তুলার লক্ষ্যে কাজ করা সিদ্ধান্ত হয়। এছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে সরাইল বেষ্টিত প্রধান রাস্তা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।