পেকুয়ায় কিশোর গ্যাং নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী

পেকুয়া (কক্সবাজার): পেকুয়ায় কিশোর গ্যাং নামধারী বখাটে নির্মূলে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী। এলাকায় বখাটেদের উৎপাত,স্কুল-কলেজের ছাত্রীদের পথরোধ করে ইভটিজিং করা, চুরি, ছিনতাই বেড়ে যাওয়া সহ সকল অপরাধ মুলক কাজে সম্পৃক্ত অস্ত্রধারী বখাটেদের নির্মূলে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে আইনের কাছে সোপর্দ করতে সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী। বুধবার (২৯ জুন) রাত ৮টায় পেকুয়া সদর ইউনিয়নের ১,২,নং ওয়ার্ডের চলত মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে এসব সিন্ধান্ত নেয়া হয়।

এসময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরফাত আলী,ওসি তদন্ত কানন সরকার ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এলাকাবাসীর উদ্দেশ্যে ওসি মোঃ আরফাত আলী বলেন, কিশোর গ্যাং নামক অস্ত্রধারী বখাটে নির্মূলে পেকুয়া থানা পুলিশ কঠোরভাবে আইনি প্রদক্ষেপ গ্রহন করবে। তিনি বলেন বিশেষ অভিযান পরিচালনা করে বখাটেদের আইনের আওতায় আনা হবে।সন্ত্রাস দমনে এলাকাবাসীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান, তিনি আগামী দু একদিনের মধ্যে এলাকায় একটি সন্ত্রাস বিরোধী সমাবেশে করার কথাও জানান। সম্প্রতি পেকুয়া সদর ইউনিয়নের চলত মার্কেট এলাকায় কিশোর গ্যাং নামধারী বখাটেরা কাজল নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে মারাত্নকভাবে আহত করে।

এঘটনায় ওই কলেজ ছাত্রের ভাই ইউনুছ ফারুক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত ১১ মে একই এলাকা থেকে ফোরকান নামে কিশোর গ্যাংএর ১সদস্যকে কিরিচ সহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটে ওই কিশোর গ্যাং সদস্য। স্থানীয় গণমাধ্যম কর্মী দেলওয়ার হোসাইনের প্রচেষ্টায় আয়োজিত উঠান বৈঠকে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এমইউপি ও প্যানেল চেয়ারম্যান-২ সাজ্জাদ হোসেন, ১নং ওয়ার্ডের এমইউপি নুরুল আজিম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কাইয়ুমসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।