
মাসুদ পারভেজ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রৌমারী উপজেলার নতুনবন্দর শুল্ক স্টেশনের ৭ শত শ্রমিকদের মাঝে জি আর প্রকল্পের ১০ কেজি করে চাল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর, চান্দারচর, ভূন্দরচর, চরফুলবাড়ি, নপান পাড়া, ফুলবাড়ি নওদাপাড়া গ্রামের শুল্ক স্টেশনে বন্যার কারনে ভারতীয় পাথর আমদানী না থাকায়, অসহায় শ্রমিক ও পানিবন্দি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা কালে বক্তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ বলেন, অসহায় ও পানিবন্দি মানুষদের জন্য প্রশাসন ত্রাণ নিয়ে সজাগ রয়েছেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, ভাইস চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ট্যাক অফিসার আবুল হাসেম উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য রুহুল আমিন, শ্রমিক সংগঠনের সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক ফক্কু মিয়াসহ আরও অনেকে।