
বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানমান্দাইল গ্র্যাজুয়েট ও প্রবাসী এসোসিয়েশনের উদ্বোধন কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টানমান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ হোসেন সরকার। মাওলানা মুফতি মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মোঃ হুমায়ূন কবির, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মোস্তফা, বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার আব্দুল লতিফ সরকার, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, আবু বকর সিদ্দিক, মাওঃ জুবায়ের আহমেদ, আক্তার হোসেন, মুহাম্মদ সুলাইমান মিয়া, মাহফুজ সর্দার, নুরুল হক সরকার, রঙ্গু মোল্লা। আবু নাসির সরকার, গিয়াস উদ্দিন, আমানুল্লাহ, ডাঃ আরিফ, আনোয়ার হোসেন, মুফতি মাহবুব আলম সহ আরো অনেকে।
সংগঠনের প্রধান উদ্যোক্তাগন হলেন, ডেপুটি ডিরেক্টর বেসামরিক বিমান কর্তৃপক্ষ আব্দুল কাদির সরকার, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ সরকার, মুফতি নুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক,মোঃ আমানুল্লাহ, মোঃ আরিফ, অ্যাডভোকেট খোরশেদ আলম, বাছির সরকার, মাহবুব মোল্লা, গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
উদ্বোধনী কর্মসূচি হিসেবে বিভিন্ন জাতের প্রায় পাঁচ শতাধিক ফুল, ফল ও বনজ গাছের চারা রোপন করা হয়। প্রথমে এসব গাছের চারা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিকট হস্তান্তর করা হয়, পরে এগুলো বিদ্যালয় প্রাঙ্গণ, ঈদগাঁ মাঠ, কবরস্থান, রাস্তার পাশে রোপন করা হয়।
এছাড়াও সম্প্রতি টানমান্দাইল গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এলাকার উন্নয়নে আর্থসামাজিক সহায়তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নানামুখী কর্মসূচি ঘোষণা করা হয়, যা ভবিষ্যতে চলমান থাকবে। সংগঠনটি পরিচালনার জন্য সর্ব মহলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যরা।
পড়েছেনঃ ১০০