মধ্যনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসীদের মাঝে এড রঞ্জিত সরকারের সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ ,প্রতিনিধি  :  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রীর উপর বিতরণ দেওয়া হয়েছে। অর্থায়ানে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জজ কোটের পি পি আগামী জাতীয় সাংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রঞ্জিত সরকারের নিজ উদ্যোগে দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে রঞ্জিত সরকারের সমর্থকরা,
সোমবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  উপজেলার সদর ইউনিয়নের খালিশাকান্দা, গুচ্ছ গ্রাম,শালিয়ানী,গলইখালী সহ বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে চাল,ডাল,চিনি,লবণ, তেল,আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও চামরদানী, বংশিকুন্ডা উত্তর ও বংশিকুন্ড দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং আশ্রয়কেন্দ্র গুলোতে, খাবার বিতরণ করেন। এডভোকেট রঞ্জিত সরকারের প্রতিনিধি হিসেবে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।