
অভিযোগের সত্যতা যাচাই করতে সরাইল সদর ইউনিয়নের সচিব মোহাম্মদ রুবেল ভূঁইয়া বুধবার ৬ জুলাই দুপুর একটার দিকে ইউপি কার্যালয়ে উপস্থিত হলে তিনি বলেন, আমার বাসা থেকে আসতে রাস্তায় জ্যামে পড়েছিলাম। তাই আমার আসতে দেরি হয়েছে” তিনি বলেন, রাস্তায় জ্যামতো! ইউপি পরিষদের মেম্বার সদস্য মো. সাদেক মিয়া বলেন, সচিব সাহেব ব্রাহ্মণবাড়িয়া থাকেন সেখান থেকে আসেন। প্রতিদিনই এমন করে, আজ দশটা থেকে বইসা রইলাম। সচিব সাহেব বলতেছে জ্যামে আছে। তিনি বলেন, কয়েকদিন পরেই ঈদএ সময়তে সচিব সাহেবকে না পেয়ে সেবা নিতে আসা জন সাধারণের একটু কষ্ট হচ্ছে। মানুষের ঝামেলা বেশি এটা সদর ইউনিয়ন পরিষদ। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, সচিব সাহেব প্রতিদিন দেরিতে আসে। সচিব সাহেবের বাসা জেলা শহরে। আজ তো ফোন দিয়েছি উনি বলছেন জ্যামে আছেন,উনি প্রতিদিনই বলে জ্যামে আছেন আসতেছি। সরকারি নিয়ম অনুযায়ী পরিষদে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় জনগণের যে ভোগান্তি পেতে হয় সে প্রশ্ন তিনি জানান,সচিব সাহেব দেরীতে আসেন এ ব্যাপারে আমি সং লিস্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন, সরকারি নিয়ম ভঙ্গ করে নিজের ইচ্ছামতে অফিস করবে তা হতে পারেনা। ইতিমধ্যে বিভিন্ন অনিয়মে সচিবকে শোকজ করা হয়েছে। নিয়মিত সাধারণ মানুষের সেবা পেতে যাতে সহজ হয় সে ব্যবস্থা ও নিবেন বলে জানান ইউএনও।