
নিউইয়র্ক প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউইয়র্কে গত দুই সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২০০ শতাংশ। তবে সামান্য কমেছে মৃতের সংখ্যা। এই অবস্থায় প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকায় সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের রোগী।বর্তমানে গড়ে ছয় লাখ পঞ্চাশ হাজার নতুন রোগী এবং প্রতিদিন মৃতের সংখ্যা প্রায় পনেরোশ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে নিউইয়র্ক সিটিতে আক্রান্তের সংখ্যা গড়ে আশি হাজার এবং গতকাল মৃতের সংখ্যা ছিল একশ আটত্রিশ জন।তাই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের মাস্ক পড়া ও সতর্ক থাকার অনুরোধ করেছেন বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ আজমির। অবস্থা আরও খারাপের দিকে গেলেও নিউইয়র্ক লকডাউনের দিকে যাচ্ছে না এমনটা বললেন বর্তমান নিউইয়র্ক মেয়র এরিক এডামস।তিনি আরও বলেন এক দিকে প্রচুর শীত এবং অন্য দিকে কোভিড বৃদ্ধি হওয়াতে এখানকার কর্মজীবীরা ঘর বন্দী হয়ে পড়েছেন।কাজ কমে যাওয়ায় পরিবার নিয়ে চিন্তিত অনেক প্রবাসী বাংলাদেশিরা।





















