
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পর্যায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার(১২ জানুয়ারি) সকালের দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যায়ল ও রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোকছেদ আলী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, নাজমূল হক, সহকারি শিক্ষক নূরে আলম সিদ্দিকি, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন, মকবুল হোসেন, ইপিআই নুরুজ্জামানসহ আরো অনেকে। ডাক্তার আসাদুজ্জামান বলেন, রৌমারীতে কোভিড ১৯ এর স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচী শুরু করা হলো। এ টিকাদান ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, প্রাথমিকভাবে উপজেলার দুটি বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হলো। বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে রৌমারীতে ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের কর্মসূচীর উদ্বোধন করা হলো। এই টিকাদানে কোভিড-১৯ এর মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই কর্মসূচী।