
কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশের স্বাস্থ্যখাতে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু, দুই দেশের সম্পর্ক দিন দিন আরও উচ্চতায় যাচ্ছে। বুধবার কুমিল্লার চান্দিনায় ভারত সরকারের অর্থায়নে দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার সময় ভারতের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদেশে বেশ কয়েকটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এরই অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হচ্ছে।
এ সময় বিনয় জর্জ বাংলাদেশে শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনার প্রশংসা করেন। এ উপলক্ষ্যে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান তপন বকসী। এর আগে আলোচনা সভায় গণামাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়ে ড. প্রাণ গোপাল বলেন, সংবাদ মাধ্যম আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। এ সময় নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান, বিশিস্ট ব্যবসায়ী হাজী শামীম হোসেনসহ দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।