সংযুক্ত আরব আমিরাত যেন বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধাদের সম্প্রীতির বন্ধন

ইউএই বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স যোদ্ধার পরিচয় নিয়ে বসবাস করে আসছে লক্ষ লক্ষ প্রবাসী,যার বেশিরভাগই দ্বীপ রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে রয়েছে।দেশের মায়া ত্যাগ করে একটু পরিবারকে সুখে শান্তিতে রাখার আশা নিয়ে প্রবাসী পরিচয়ে বছরের পর বছর কেটে দিচ্ছে এ রেমিট্যান্স যোদ্ধারা। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্মীদের তুলনা করলে বাংলাদেশ ভারতীয় ও পাকিস্তানি কর্মীদের কদরটা বেশি। ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষেত্রেও তারা এগিয়ে, তবে একটা সময় ছিল ব্যবসায় প্রতিষ্ঠান এর ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসীরা পিছিয়ে থাকলেও বর্তমানে কিন্তু বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশিদের দখলে। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে ড্রাই ফ্রুটস্ এবং বড় বড় বিভিন্ন কোম্পানি তৈরীতে বাংলাদেশিদের অবস্থান চোখে পড়ার মতো। কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে বাংলাদেশ ভারত ও পাকিস্তানিরা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাদের মধ্যে নেই কোনো মানসিক দূরত্ব।

ভারতীয় কেরালা রাজ্যের মোহাম্মদ আজমল বলেন “আমরা তো সবাই ভাই আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে একটু সুখের আশা নিয়ে প্রবাসী জীবন পাড়ি দিচ্ছি, তাই আমরা একে অপরকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই। তারা মনে করেন পৃথিবী থেকে বিদায় নিক হিংসা, সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের মতো নিকৃষ্ট সব চিন্তাধারা।

দুবাই প্রবাসী মো: আজাহারুল ইসলাম আরিফ বলেন আমাদের মাঝে কেউ অন্য দেশের মানুষ এমনটি মনে করিনা,আমরা মনে করি তারা আমাদের পরিবারের মতো,যার মাধ্যমে শিক্ষা পাই সম্প্রীতির বন্ধন। সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রাদেশিক প্রদেশ আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর। আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ২৩ লক্ষ ৭০ হাজারের ও বেশি,ভারতীয় সংখ্যা প্রায় ২ মিলিয়ন এর ও বেশি যার বেশিরভাগই কেরালা রাজ্যের আর সব শেষে পাকিস্তানিদের সংখ্যা হচ্ছে প্রায় ১০ লক্ষ ৭০ হাজারেরও বেশি।