সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কমিউনিটি নেতা ও রুকুন আল মাশুর গ্রুপের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফি র জম্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৪ মে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নুরুল হেলাল রেষ্টুরেন্ট হলরুমে শারজাহ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আহবায়ক মোহাম্মদ আমানুল্লাহ বাবর ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মিজান এ আয়োজন করেন। এ সময় ইউএই কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম বলেন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াত বিএনপিরা মানুষকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে আমাদের সবাইকে এই অপচেষ্টা রুখে দিতে সোশ্যাল মিডায়ায় কাজ করতে হবে।এবং বাংলাদেশের মাটিতে আমাদের পরিবার পরিজনকে বুঝাতে হবে শেখ হাসিনা সরকারকে আগামী নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে দেশকে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে পারে তার সুযোগ করে দেয়। তিনি আরও বলেন আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এক মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা তাই তার দিকনির্দেশনা গুলো যথাযথ ভাবে অনুসরণ করে আমাদের যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ও প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।