রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিলিয়ান বম, রুমাঃ রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩শে জানুয়ারি (সোমবার) সকাল ৯টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে রুমা উপজেলায় সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশু শিক্ষার্থী সহ দশম শ্রেণী পযর্ন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাধুলার অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বললেন, অনেক প্রতিযোগীরা পুরস্কার পেয়েছে আর অনেক প্রতিযোগীরা পুরস্কার পাইনি।

হেরে যাওয়া প্রতিযোগীদের উদ্দেশ্যে করে বলেন, এখান থেকে অনেক শিক্ষা নিতে হবে। এখানে থেমে থাকা যাবেনা। আরও অনেক অনুশীলন করতে হবে।

বিজয়ী প্রতিযোগীদের উদ্দেশ্যে বললেন, এখানে কিন্তু শেষ না। সামনে অনেক খেলার অংশগ্রহণ করতে হবে। আর জেলা পর্যায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে। আরও অনেক অনুশীলন করতে হবে। রুমা মান রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রথমিক শিক্ষা ইন্সট্রাক্টর মোঃ কাওসার উল ইসলাম, রুমা থানা উপ- পরিদর্শক রুহুল আমিন, প্রধান শিক্ষক আবদুল আজিজ, জর্জ লাটান জোয়াল বম। সভাপতিত্ব করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ।