
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় টংঘরে আগুন দিয়ে আপন বড় ভাইকে মামলায় ফাঁসানোর চেষ্টায় অপতৎপরতা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে ছোট বোনদের বিরুদ্ধে। বুধবার ভোররাতে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়,সাত শতক জমি নিয়ে পেন্ডারপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে নুরুল হোসেন প্রকাশ বাদশাহ ও তার তিন বোনদের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারন করে। একটি টং ঘরে নিজেরাই আগুন দিয়ে বড় ভাইকে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বোন ও ভগ্নিপতিরা।
নুরুল হোসেন প্রকাশ বাদশাহ বলেন, সাত শতক জমি নিয়ে ছোট বোন রুজিনা,হাফসা ও হুমায়রা বিরোধে জড়িয়ে পড়ে। ওই জায়গা ১৯৮৪ সালে আমার দাদা গুরামিয়া আমাকে দানপত্র করেন। আমার নামে জমাভাগ খতিয়ানও সৃজিত আছে। সম্প্রতি ওই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে ছোট তিনবোন ও ভগ্নিপতিদের। তাদের ইন্ধন ও অর্থ যোগানে প্রায় দেড় মাস আগে একটি অস্ত্র মামলা দিয়ে আমাকে ফাঁসিয়েছে।পরেরদিন আমার জায়গা জবর দখল করে সেখানে একটি টংঘর নির্মান করে। এখন সেটির আংশিক অংশে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মিথ্যা মামলার ষড়যন্ত্রে মেতেছে। তিনি আরো বলেন,ওই জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বোনদের অত্যাচারে আমার পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। একটি প্রভাবশালী জনপ্রতিনিধির মদদে তারা আমার ও পরিবারের উপর নির্যাতনের স্ট্রীম রোলার চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সালেহা বেগম, রেজাউল করিম,আজম খান বলেন,বাদশাহর প্রতি এটি চরম অন্যায় করা হচ্ছে। সেহেরীর সময় তিনবোনরা জায়গায় এসে চেঁচামেচি করতে দেখিছি। টংঘরে নিজেরাই আগুন ধরি দিয়ে নাটক করছে। আগুনের ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন রহস্য কি।