
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চ্যারিটি অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে যুক্তরাজ্য লিগ্যালভিউ কনসালটেন্সি লিমিটেডের লিগ্যাল কনসালট্যান্ট সীতাকুণ্ডের সন্তান মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় ন্যায্যমূল্যে(অর্ধেক দামে) সুবিধাবঞ্চিত ১ হাজার পরিবারের মাঝে চাল বিক্রিয় করা হয়। বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল ) উপজেলার দক্ষিন বাইপাস মুনস্টার ক্লাবে দিনব্যাপী ১ হাজার পরিবারের মাঝে কেজি প্রতি ২৫ টাকা দরে ১০ কেজির মূল্য ২৫০ টাকা দিয়ে ভালোমানের এই চাল বিতরণ করা হয়। এর আগে প্রায় ৫ শতাধিক মানুষ কে ডিম ও মুরগি বিতরণ করা হয়।
এসময় এসময় বিএন্ডএফ কেয়ারের অন্যতম সমন্বয়ক ও চ্যারিটির চেয়ারম্যান এর মুখপাত্র আশ্রাফুল আলম ভূঁইয়া বলেন, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদত মনে করি৷ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন যখন নাভিশ্বাস তখন নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের চেয়ারম্যান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে এই নতুন নতুন উদ্যােগ হাতে নিয়েছেন। এর আগেও প্রতিটি পরিবারকে পরিবারের সদস্য হিসেব করে পুরো রমজান মাস জুড়েই দৈনিক একটা করে ডিম খাওয়ার মত পর্যাপ্ত ডিম দিয়েছি। আমাদের ব্যতিক্রমী এই উদ্যোগে মানুষের মাঝে অনেক উদ্দীপনা দেখা গেছে। । আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমরা ভবিষতে এর ধারাবাহিতা অবহৃত রাখবো।