জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মধ্যে  আইজিপি ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

পঞ্চগড় জেলা  প্রতিনিধি :  পঞ্চগড়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে আইজিপি ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণের ১১১টি পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রদান করেছেন। পঞ্চগড় পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম, পুলিশ মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষে মৃত এসআই (নিঃ) খাদেমুল করিম, মৃত নারী কং/ মোছাঃ বিথী খাতুন ও মৃত কং/ মোঃ পশিরুল ইসলাম এর পরিবারের কাছে এই উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) এস. এম. সফিকুল ইসলাম ও  জনাব মোঃ মিজানুর রহমান।