
সন্দ্বীপের চলমান যাতায়াত দুরাবস্থা নিয়ে চট্টগ্রাম নগরীর হালিশহর কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা ৭ জুলাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এডভোকেট আকবর মাহমুদ বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার।
এইসময় বক্তব্য রাখেন নিরাপদ নৌ-পথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহি সদস্য শোয়াইব উদ্দিন হায়দার, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার ১নং সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ অধিকার আন্দোলন এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, কাজী জিয়া উদ্দিন সোহেল, প্রভাষক ফসিউল আলম, প্রভাষক শহীন ইব্রাহিম, মোহাম্মদ শামসুদ্দিন শামছু, মাহবুবুল মাওলা, অপু ইব্রাহিম, কামরুজ্জামান রিমন ও মোহাম্মদ হাসিম।
খাদেমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সন্দ্বীপের নৌ-রুটে দুর্ভোগ লাগবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের নিরাপদ নৌ-পথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল প্রস্তাব উত্থাপন করলে সবাই তা গ্রহণ করেন।
এছাড়াও অধিকাংশ বক্তা নিরাপদ নৌ-পথ আন্দোলনের কর্মকান্ডে সমন্বয় সাধনের জন্য একটি বিশেষ টিম গঠনের প্রস্তাব করেন। সভার প্রধান অতিথি নুরুল আক্তার চট্টগ্রাম থেকে সালেহ নোমান ও শোয়াইব উদ্দিন হায়দারকে এই টিম গঠনের বিষয়টি সমন্বয়ের দায়িত্ব নেয়া অনুরোধ জানান। এছাড়াও অবিলম্বে ফেরী সার্ভিস চালু, নৌ-যান সংকট দূর করার জন্য বিশেষ করে সি-ট্রাক এবং আরো একটি জাহাজ দেয়ার জন্য বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নদী বন্দর স্থাপন, খাল ড্রেজিং করে নৌ-যান চলাচল উপযোগী টেকসই অবকাঠামো নির্মাণের জন্য বিআইডাব্লিউটিিএ’র চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রনয়ন এবং সমন্বয় কমিটি গঠনের রূপরেখার খসড়া প্রনয়নের দায়িত্ব দেয়া হয় অধ্যপক শোয়াইব উদ্দিন হায়দারকে।
এছাড়া বিআইডাব্লিউটিসি এবং বিআইডাব্লিউটিএ চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সময় নির্ধারণের দায়িত্ব দেয়া হয় নুরুল আকতারকে। আগামী এক সপ্তাহের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের এসব বিষয় চূড়ান্ত করার জন্য সভায় অনুরোধ জানান।